“মানুষের অন্তর জয় করেছেন বলেই শায়খুল ইসলাম হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আল হাসানীর (কঃ) ভালোবাসায় অজস্র মানুষ ছুটে আসছেন।” – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

টি. এম. গোলাম মোস্তফা:
মহান ২৭শে মাঘ শায়খুল ইসলাম, হুজুর গাউসুল ওয়ারা হযরাতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) পবিত্র খোশরোজ শরীফের ৫ম দিন পবিত্র জুম’আর খুতবা ও নামাযে ইমামতি করেন মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। খুতবা প্রদানের পূর্বে তার বয়ানে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, শায়খুল ইসলাম হযরত আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) হলেন একজন আলোকবর্তিকা। যার সংস্পর্শে অজস্র মানুষ অন্ধকার থেকে আলোর পথে এসেছেন। মানুষকে তিনি ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তির পথনির্দেশনা দিয়েছেন। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুমহান আদর্শ সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে তিনি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে গিয়েছেন। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে তিনি পরম মমতায়, ভালোবাসায় বুকে জড়িয়ে নিতেন। তার অনুপম ব্যক্তিত্বের মাধ্যমে তিনি সকলকের অন্তরকে জয় করতে পেরেছেন বলেই আজও তার রওজা শরীফ জিয়ারতে, তার স্মরণে ও ভালোবাসায় দূর দুরান্ত থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছেন৷ তার কর্মের মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে মর্যাদার আসনে আসীন। তার জাতিসংঘ ও ইউনেস্কোর মত সংস্থায় ভাষণ প্রদান, সেখানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ অনুসরণের আহবান জানানো, ‘শায়খুল ইসলাম’ ও ‘বিশ্বশান্তির দূত’ এর মত বিরল সম্মানজনক উপাধিলাভ এটাই প্রমাণ করে যে, তিনি একজন কালজয়ী মহাপুরুষ। তিনি ‘তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া’র মহান সংস্কারক। এ তরিক্বাকে তিনি বিশ্বজুড়ে সুপরিচিত করেছেন। দ্বীন ও তরিক্বতের খেদমতে তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও খানকাহ্ শরীফ গড়ে তুলেছেন। মহান মুক্তিযুদ্ধসহ দেশের নানা দূর্যোগ-সংকটে মানবতার সেবায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার অক্লান্ত পরিশ্রমে এ দেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) ও শাহাদাত-এ-কারবালা মাহ্ফিল প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে তিনি মহান আল্লাহ্ ও তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রেমের দীক্ষা দিয়েছেন। তার জীবনাদর্শের মাঝেই আমরা মহান আল্লাহ্ ও তার প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যের পথ খুঁজে পাবো।
শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন আল হাসানী, বিশিষ্ট ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুম’আর সালাতে অংশগ্রহণ করেন।
নামাযের পর মহান আল্লাহর জিকির, প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালামের ধ্বনিতে মুখরিত হয় পুন্যভূমি মাইজভাণ্ডার শরীফ। বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।