আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও জাজিরা উপজেলা সব মিলিয়ে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৬০ জন সংরক্ষিত মহিলা সেস্বার ও সাধারণ সদস্য পদের ১৫৩ জন মেম্বার শপথ গ্রহণ করেন । ৯ ফেব্রুয়ারি বুধবার শরীয়তপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিকাল ৩ ঘটিকার সময় নব নির্বাচিত ২০ জন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।
শপথ গ্রহণ করেন ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সখিপুর ইউনিয়নের কামরুজ্জামান মানিক সরদার,উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আলহাজ্ব ইউনুছ আলী মোল্যা,দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মো.শাহজালাল মাল, আরশীনগর ইউনিয়নের মো. মাহাবুবুল আলম সরদার , নারায়নপুর ইউনিয়নের মোহাম্মদ সালাহ উদ্দিন মাতাব্বর ,রামভদ্রপুর ইউনিয়নের মোঃ বিপ্লব সিকদার ,চরসেনসাস ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন বালা ,ছয়গাঁও ইউনিয়নের মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা,ডিএম খালি ইউনিয়নের মহসিন হক আবু বেপারী, চরকুমারিয়া ইউনিয়নের মোঃ মোজাম্মেল হক মোল্যা, মহিষার ইউনিয়নের হাজী মোঃ অরুন হাওলাদার।
ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের মমিনুল হক মিন্টু সিকদার,কনেশ্বর ইউনিয়নের আনিসুর রহমান বাচ্চু মাদবর,সিড্যা ইউনিয়নের সৈয়দ আব্দুল হাদী জিল্লু,পূর্ব ডামুড্যা ইউনিয়নের মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ইসলামপুর ইউনিয়নের আবুল হোসেন মাদবর,সিধলকুরা ইউরিয়নের শেখ মোঃ মাসুদুল ইসলাম বাবুলও ধানকাটি ইউনিয়নের গোলাম মাওলা রতন ।
জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের কাজী আমিনুল ইসলাম মিন্টু।
এ সময় জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া ও ২০ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সেস্বার ৬০ জন ও সাধারণ সদস্য পদে ১৫৩জন মেম্বার নিজ নিজ উপজেলা সভা কক্ষে বিকাল ৪টার সময় শপথ গ্রহণ করেন ।
Facebook Comments