স্পীকার প্যানেলের সদস্য মনোনিত হলেন পারভীন হক সিকদার

টি. এম গোলাম মোস্তফাঃ

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের কন্যা, শরীয়তপুর জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার কে স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে স্পীকারের দায়িত্ব পালন করার জন্য সভাপতি মন্ডলীর সদস্য মনোনয়ন করা হয়েছে।

পারভীন হক সিকদার এমপি কে স্পীকার প্যানেলের সদস্য মনোনিত করায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুরবাসী।

পারভীন হক সিকদার এমপি কে স্পীকার প্যানেলের সদস্য মনোনিত করায় শরীয়তপুর বাসী আনন্দিত ও উচ্ছাসিত।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

২০২৪ সালের জাতীয় নির্বাচনে শেখ মিলি সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সরব

টি. এম. গোলাম মোস্তফা: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে …

কপি না করার জন্য ধন্যবাদ।