জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা আয়োজন করেছেন শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

আব্দুল বারেক ভূঁইয়াঃ
শরীয়তপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সভাকক্ষে শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ্জাহান ফরাজীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ভার্চুয়াল পদ্ধতিতে সভার সাথে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী। আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম শফিকুল ইসলাম স্বপন সরকার, নড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন খান, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ ফারহান, দৈনিক ভোরের সময় ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূঁইয়া, বিভিন্ন উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সচেতন নাগরিক ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ঠিকাদারদের সুবিধা-অসুবিধা, প্রকৌশলীগণের সীমাবদ্ধতা ও বিভিন্ন নির্মান কাজের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

২০২৪ সালের জাতীয় নির্বাচনে শেখ মিলি সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সরব

টি. এম. গোলাম মোস্তফা: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে …

কপি না করার জন্য ধন্যবাদ।