শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী’

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের শেকল ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ মাহেন্দ্রক্ষণে জেলা প্রশাসন শরীয়তপুরের উদ্যোগে উদযাপিত হচ্ছে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী’। শরীয়তপুর সদরস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদযাপনের সূচনা ঘটে। এরপর বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সী আবদুর রউফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয় এবং কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস পালিত …

কপি না করার জন্য ধন্যবাদ।