আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে ৪র্থ বারের মত আবারও মেম্বার পদে বিজয়ী হয়েছেন আব্দুল মতিন খান।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে। ভোটারগণ নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছেন। আব্দুল মতিন খান তার নির্বাচনী প্রতীক মোরগ মার্কায় পেয়েছেন ৮০১ ভোট তার নিকটতম প্রতিদন্ধী পেয়েছেন তালা মার্কায় ৭৬৯ ভোট।
সকলের দোয়া সমর্থনে আব্দুল মতিন খান বিজয় লাভ করায় কোদালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সকল জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
আব্দুল মতিন খান শুধু একজন মেম্বার হিসেবে নন জনগণের সেবক হিসেবে তাদের কাছে থেকে পাশে থেকে তাদের সুখ ও দুঃখের অংশীদার হতে চান।
Facebook Comments