আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ছাড়া আওয়ামীলীগের স্বতন্ত্র ০৭(সাত) জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। তৃতীয় ধাপের স্থানীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নিয়েছেন স্থানীয় নিজ নিজ ইউনিয়নের ভোটাররা।
কুচাইপট্টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: নাছির উদ্দিন স্বপন (আনারস), গোসাইরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান রিপন (আনারস), নলমুড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: মাহফুজুল হক (মোটর সাইকেল), সামন্তসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ: রব সরদার (রজনীগন্ধ্যা), নাগেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক (আনারস), কোদালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম মিজানুর রহমান (চশমা) এবং আলাওলপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো: ওসমান গনি বেপারী (চশমা) মার্কা নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
Facebook Comments