আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি. এম খালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ব্যাপক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শরাফউদ্দিন ঢালী।
শরাফউদ্দিন ঢালী শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি. এম খালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ঢালী পরিবারের সন্তান। তিনি ইতোপূর্বে ডি. এম খালী ইউনিয়নের গাজী কান্দির গাজী বাড়ির সমর্থনে ৩ ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি ৩ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেন। এবারেও তিনি ঐ গাজী বাড়ির উৎসাহ, অন্যান্য সকল বাড়ী এবং সকল আপামর সাধারণ জনতার সমর্থনে তিনি আগামী ২৩ ডিসেম্বর ডি. এম খালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। শরাফউদ্দিন ঢালী বর্তমান ডি. এম খালী ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
১৯ নভেম্বর শুক্রবার ফাইজুল গাজীর সভাপতিত্বে এবং ডি. এম খালী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মান্নান গাজী’র সঞ্চালনায় শরাফউদ্দিন ঢালী গাজী বাড়ির এক উঠান বৈঠকে আজকের শরীয়তপুরকে বলেন, আমাকে ইতোপূর্বের নির্বাচনে গাজী বাড়ির উৎসাহে জনগণ আমাকে বিপুল ভোটে ৩ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত করেছিল। এবারও গাজীর বাড়ির উৎসাহ এবং ইউনিয়নের সকল জনগণের উদ্দিপনায় আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করছি। আমি মেম্বার থাকা কালীন শুধু ৩ নং ওয়ার্ডই নয় ইউনিয়নের সকল জনতার জন্য সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করছি। আমি ডি. এম খালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছি। তাই জনগণ আমাকে দোয়া সমর্থন দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার উৎসাহ দিচ্ছেন। আমি জনগণের পাশে থাকতে চাই, চেয়ারমান হয়ে নয় একজন সেবক হিসেবে।
Facebook Comments