আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান ফান্ড, শরীয়তপুর এবং জেলা সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক অনুষ্ঠান ১৬ নভেম্বর মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা, উপজেলা প্রশাসনের আয়োজনে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলাপ্রশাসক, মোঃ পারভেজ হাসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ,আলহাজ্ব মোবারাক আলী সিকদার ।
সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও চায়ের দোকানের উপকরণ বিতরণ করা হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Facebook Comments