মোঃ রায়েজুল আলমঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর মঙ্গলবার গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ সংবাদ পাওয়া গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে গোসাইরহাট উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়।
এসব ইউনিয়ন পরিষদ গুলো হচ্ছে নাগেরপাড়া, গোসাইরহাট, কোদালপুর, কুচাইপট্টি, আলাওলপুর, নলমুড়ি ও সামন্তসার। মামলা সংক্রান্ত জটিলতার কারণে ইদিলপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা।
সংরক্ষিত আসনে ৭৩ টি এবং সাধারণ সদস্য পদে ২০৪ টি মনোনয়নপত্র দাখিল করেছেন বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়
১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ২৮ নভেম্বর রোববার ভোট গ্রহণ হবে।
Facebook Comments