ঢাকা বিভাগীয় কমিশনারের শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

মোঃ রায়েজুল আলমঃ
২৬ অক্টোবর মঙ্গলবার ঢকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপণ করেন।
পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ শেষে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণের সাথে মতবিনিময়  এবং কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
জেলা প্রশাসন, শরীয়তপুর কর্তৃক গৃহীত “শাণিত  শরীয়তপুর” এর অংশ হিসেবে কর্মজীবী মা ও তাঁর শিশুর স্বস্তির ঠিকানা “যতন” এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ।
এরপর বিভাগীয় কমিশনার শরীয়তপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার এরপর নড়িয়া উপজেলা গমন করেন এবং ভোজেশ্বর ইউনিয়নের নবনির্মিত ৩২ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।