শরীয়তপুরে জেলা প্রশাসকের আয়োজনে বিশ জন মেধাবী সন্তানকে “আমিই বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
২৯ সেপ্টেম্বর বুধবার দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় এ অধ্যয়নরত শরীয়তপুর জেলার বিশ জন মেধাবী সন্তানকে জেলাপ্রশাসক, শরীয়তপুর-এর আয়োজনে “আমিই বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।
সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যতের কাণ্ডারীদের মধ্যে বপন করাই এই সম্মাননার উদ্দেশ্য; যাতে করে আজকের শিক্ষার্থীরা সুনাগরিক ও মানব সেবক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পারে উন্নত বাংলাদেশ বিনির্মানে।
দ্বিতীয় বারের মত আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছাসহ জেলাপ্রশাসকের স্বাক্ষরিত আধা-সরকারি পত্র, উত্তরীয় এবং আর্থিক শুভেচ্ছা উপহার তুলে দেন  শরীয়তপুর জেলা প্রশাসক, মোঃ পারভেজ হাসান।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক-এর তিন  বছর মেয়াদী (২০২১-২০২৩) অগ্রাধিকার ভিত্তিক কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম গৃহীত হয়েছে এবং ভবিষ্যতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সন্তানদের প্রণোদনা প্রদানের এ কার্যধারা অব্যাহত থাকবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।