আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসন, শরীয়তপুর এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং “নো মাস্ক নো সার্ভিস’ মাস্ক পরুন, সেবা নিন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন এন এম জিয়াউল আলম, পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর এবং ডাঃ এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, সিভিল সার্জন, শরীয়তপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন আবেদা আফসারী, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি); পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর পৌরসভা; প্রফেসর মোঃ হারুন অর রশীদ, অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ।
Facebook Comments