আজও অবৈধ দখলমুক্ত হয়নি জাজিরার প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি

আঃ বারেক ভূঁইয়াঃ// শরীয়তপুরের জাজিরা উপজেলার ৭৬ নং ডুবি সায়বর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্য সম্পত্তি আজও অবৈধ দখলমুক্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী। গত ৬ই মার্চ জাতীয় দৈনিক ভোরের সময় ও তরুন কন্ঠ প্রত্রিকার প্রকাশিত প্রতিবেদন হয় যে, ৭৬ নং ডুবি সায়বর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ নং ডুবি সায়বর মৌজার এস.এ ৬১ নং খতিয়ানের ৪০৯, ৪১০, ৪১১ নং দাগের ২৮৪২ নং দলিল মূলে সর্বমোট ৫০ শতক জমির ১২ শতক জমি স্থানীয় প্রভাবশালী মোঃ সোনামিয়া ফকির, সিরাজ ফকির, দুলাল ফকির ও ফজল ফকির নামে চার ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো যে, সোনামিয়া ফকির বিদ্যালয়ের পাশে খোলা প্রসাবখানা নির্মাণ করেছিলেন। যা এখন বর্তমানে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ৪১১ নং দাগে বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ দখলদার আরও সাত ব্যক্তি রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এই সাত ব্যক্তিরা হলেন মোঃ সেলিম চাপরাশি, কুদ্দুস মাদবর, মোঃ খবির শেখ, জালাল মোল্লা, আঃ রব ফকির, আঃ কাদের ফকির ও আঃ জাব্বার মিনা। এই সকল ব্যক্তিরা বিদ্যালয়ের সম্পত্তির মধ্যে দোকান নির্মান করে রেখেছে এবং এই অবৈধ দখলদারদের সাথে বিদ্যালয়ের সভাপতি হাজী আঃ জাব্বার টেপার স্বজনপ্রীতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। শুধু তাই না বিদ্যালয়ের পূর্ব পাশে ময়লা আর্বজনা ফেলে রেখেছেন অবৈধ দখলদাররা যা পরিবেশ দূষণে বিশেষ একটি কারণ। এই পরিবেশ দূষণের কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে এবং লেখাপড়ার জীবনযাত্রার মান ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সাথে আলাপকালে তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পড়ে শরীয়তপুর জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক আমি ঐ অভিযুক্ত ব্যক্তিদেরকে নোটিশ এর মাধ্যমে ডাকিয়েছি। তারা আমার কাছে সময় চেয়েছে এবং আরও সাত ব্যক্তি এই বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করে রেখেছে বলে জানিয়েছে। আগামী ১৯ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

ইরিনা ইসলাম শিলা: ১৭ মার্চ সকাল ৮ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১৭ই মার্চ …

কপি না করার জন্য ধন্যবাদ।