আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরে পুলিশ সুপারের নির্দেশে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে জেলার বিভিন্ন জনসমাগমস্থলে ভিডিও প্রদর্শন করছে জেলা পুলিশ।
১০ শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শরীয়তপুর বঙ্গবন্ধু ম্যুরাল সংলগ্ন চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান মহোদয়ের নির্দেশে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করছে জেলা পুলিশ। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উতরে যেতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি। আগ্রহী প্রার্থীরা যাতে খুব সহজে ভিডিও দেখে অনুশীলন করতে পারেন সেজন্যই এই ভিডিও প্রদর্শন করা হয়।
উক্ত ভিডিও প্রদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments