রায়েজুল আলম//
শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ, করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ, বিট পুলিশিং এবং ডেঙ্গু জ্বরের বিষয়ে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা
১০সেপ্টেম্বর শুক্রবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত¡াবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ, করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ, বিট পুলিশিং এবং ডেঙ্গু জ্বরের বিষয়ে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।
এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ, আখতার হোসেন, জাজিরা থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সখিপুর থানা অফিসার ইনচার্জ, আসাদুজ্জামান হাওলাদার, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্যা সোহেব আলী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ প্রমুখ ।

Facebook Comments