শরীয়তপুরে জাজিরায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মো নাসির খান:
সারাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা দরিদ্র ও অসহায়দের নিকট বিভিন্ন ভাবে প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর, রবিবার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার   নদীভাঙন কবলিত দুর্গম চরাঞ্চল কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ। দুপুর সাড়ে ১২ টায় কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৪২টি পরিবারের প্রতিটি পরিবারের হাতে ২ হাজার টাকার চেক ও ২০ কেজি চালের বস্তা তুলে দেন শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।বিতরণ শেষে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ-আশ্রয়ন প্রকল্পে নদীগর্ভে বিলীন ঘরের অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেওয়া হচ্ছে বলে জানান।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।