Exif_JPEG_420

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত

মাসুম তালুকদার:

বৈশ্বয়িক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় লকডাউনের মধ্যে সাধারণ শ্রমজীবি খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী দেশরত্ম শেখ হাসিনা’র মানবিক সহায়তা কার্যক্রম উপলক্ষে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলায়ও দরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই রবিবার বিকেলে স্বাস্থবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ভেদরগঞ্জ হেডকোয়ার্টর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩৬০ জন অসহায়দের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার মোঃ সালাউদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ানম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আবুল বাসার চোকদার । এছাড়াও আরো উপস্থিত ছিলেন  ভেদরগঞ্জ থানা ইনচার্জ এ বি এম রশিদুল বারী ,ভেদরগঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদকর্মীগণ ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস পালিত …

কপি না করার জন্য ধন্যবাদ।