শরীয়তপুরে জুনের প্রথম সপ্তাহেই মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতার আশংকা ও যান চলাচলে বিঘ্ন

মাসুম তালুকদার:

শরীয়তপুর জেলায় জুনের প্রথম সপ্তাহেই থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। জেলার সব উপজেলায় দু দিনের বৃষ্টিতে জেলার সর্বত্রই ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।মানুষের ভোগান্তিও ছিলো চরমে। এই বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় পানি জমতে শুরু করেছে।

এই বৃষ্টিতে গরম থেকে মানুষ স্বস্তি পেলেও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটায় জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ে কেউ গন্তব্যে পৌঁছতে পারছেন না।

 

 

 

 

এছাড়াও বৃষ্টিতে ক্রমাগত বজ্রপাত হচ্ছে। জেলার জাজিরা উপজেলায় বজ্রপাতে একজন নিহত হ্ওয়ার খবর পাওয়া গেছে।

এ বৃষ্টি বর্তমানে সুবিধার চাইতে অসুবিধাই বেশি বলে ধারণা সর্ব সাধারণের। সকাল থেকে অফিসগামী কিংবা কর্মস্থলের উদ্দ্যেশ্য বের হওয়া হাজার হাজার মানুষ যানবাহন চলাচল বিঘ্ন হওয়ায় চরম দূর্ভোগের মধ্যে পড়েছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস পালিত …

কপি না করার জন্য ধন্যবাদ।