জাজিরায় নির্বাহী কর্মকর্তার সহযোগীতায় কলেজ ছাত্রীর বিয়ে

আব্দুল বারেক ভূঁইয়া// শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর ধিপু চর কান্দি গ্রামে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সহযোগীতায় পপি আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর বিবাহ বন্ধন ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, চর ধিপু গ্রামের বাদশা খালাসীর ছেলে, জসিম খালাসী (২৭) নামে এক যুবকের সাথে কলেজ ছাত্রী পপি আক্তারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু জসিম খালাসী পপি আক্তারকে বিয়ে করতে রাজি না হওয়ায়, পপি আক্তারের প্রেমের বিষয়টি তার পরিবারের লোকজন কে জানালে, কলেজ ছাত্রী পপি আক্তারের বাবা আনছার খাঁন স্থানীয় সালিশ গণকে বিষয়টি অবগত করেন। স্থানীয় সালিশগণ জসিম খালাসী ও পপি আক্তারের প্রেম ঘটিত বিষয়টি আপোষ মিমাংশা ও বিবাহ বন্ধনে চেষ্টা করলে জসিম খালাসী ও তার পরিবারের লোকজন অসম্মতি জ্ঞাপন করেন। গত ২৮ শে এপ্রিল রবিবার সকাল থেকে কলেজ ছাত্রী পপি আক্তার বিয়ের দাবিতে প্রেমিক জসিম খালাসীর বাড়িতে আমরণ অনশণে অবস্থান নেয়। বিকাল পাঁচ টার দিকে গণ মাধ্যম কর্মীদের সংবাদের ভিত্তিতে, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে কলেজ ছাত্রী পপি আক্তারকে উদ্ধার করেন, এবং ২৯ শে এপ্রিল সোমবার প্রেমিক জসিম খালাসী ও পপি আক্তারের বিবাহ ব্যবস্থা সম্পন্ন করেন। জাজিরা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে গণ মানুষের সাথে আলাপকালে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস নেয় ও নিষ্ঠার সাথে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

ইরিনা ইসলাম শিলা: ১৭ মার্চ সকাল ৮ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১৭ই মার্চ …

কপি না করার জন্য ধন্যবাদ।