মুজিব শতবর্ষ ও শিশু দিবস উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন পটুয়াখালী জেলা প্রশাসক

আজকের শরীয়তপুর প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  ২৪ মার্চ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান জেলা পরিষদ পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা  ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা,  মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী শেষে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দের তত্ত্বাবধানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ জেলা প্রশাসনের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু তোরণ পরিদর্শন করেন।

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।