ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়ায় অবৈধ বালু উত্তোলন থামছেনা

ভ্রাম্যমান প্রতিনিধি:
ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সরকারি জলমহল থেকে অবৈধ বালু উত্তোলন থামছেনা।

সরোজমিনে জানা যায়, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের নুরউদ্দিন চেয়ারম্যান এর বাড়ি সংলগ্ন সরকারি জলমহলে স্থানীয় প্রভাবশালী শরীফ প্রধানিয়া অবৈধ ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এর ফলে উক্তস্থানে গভীর খাদ সৃষ্টি হয়েছে। খাদের কারনে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কবলে এলাকার বাড়ী-ঘর জমি-জমাসহ অন্যান্য স্থাপনা হুমকির সম্মুখীন। বিষয়টি নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বললে জানান, আমরা এর প্রতিকার চাই।

বিষয়টি সম্পর্কে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য মুঠোাফোনে আজকের শরীয়তপুরকে বলেন, আমি এ বিষয়ে অবগত নই তদন্ত করে পাওয়া গেলে ব্যবস্থা নেব।

 

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস পালিত …

কপি না করার জন্য ধন্যবাদ।