স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর টুম চর সরদার কান্দি গ্রামে সাহেব আলী সরদারের বাাড়িতে ডাকাতির ঘটনায় চার ডাকাত গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে জাজিরা থানাা পুলিশ ।
স্থানীয় জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি শনিবার রাত অনুমান ১ টা ৩০ ঘটিকার সময় ভিকটিমের বাড়ির বিল্ডিং এর মেইন কেচি গেটের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্র সহকারে প্রবেশ করিয়া ভয়-ভীতি প্রদর্শন ও মারপিট করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে জাজিরা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৪(০২)২১ ধারা ৩৯৫/৩৯৭। মামলার তদন্তভার ডিবি শরীয়তপুরের উপর ন্যস্ত করা হয়। অজ্ঞাত নামা ডাকাতদের গ্রেফতার,ঘটনার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার,নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান,এর নেতৃত্বেওসি ডিবি সাইফুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আশরাফুল সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে ১৮ মার্চ বৃহস্পতিবার ডাকাতির ঘটনায় জড়িত আসামি কালাচান সরদার(৩৫),বাবুল মাদবর (৪৫) ও বাহাদুর ফকির(৩৮) দের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি করা স্বর্ণ কেনার অপরাধে বি কে নগর আনন্দবাজার হতে বিষ্ণু বাইন(৩৪)কে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ডাকাতি হওয়া স্বর্ণের মধ্যে একটি চেইন ও ২ টি আংটি উদ্ধার করা হয়। আসামী কালাচাঁন সরদার ও বাহাদুর ফকির বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাকীদের ০৭ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
Facebook Comments