নুরুজ্জামান শেখ// শরীয়তপুর কাগদী দাখিল মাদ্রাসার চারতলা ভিত একতলা ভবন নির্মানে অত্যন্ত নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের কারণে হেলে পরলো পিলার। বাতাসে পিলার পরাকে কেন্দ্র করে কাকদী ৬ নং ওয়ার্ডের সচেতন জনগনের মধ্যে দেখা দিয়েছে নানা ক্ষোভ ও উত্তেজনা। গত ২৩ জানুয়ারী
তারিখে শরীয়তপুর সদর পৌরসভার কাগদী গ্রামে শরীয়তপুর কাগদী দাখিল মাদ্রাসার
চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তÍর স্থাপন করেন শরীয়তপুর ০১ এর সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। চারতলা ভিত একতলা ভবন নির্মান কাজের মূল ঠিকাদার মাদারীপুরেরমেসার্স এনবি কনস্ট্রাকশন। গত মার্চ মাসের দুই তারিখে দাখিল মাদ্রাসার চারতলা ভিত
বিশিষ্ট একতলা ভবন নির্মানের কাজ শুরু করে। একতলা ভবন নির্মানের শুরুতে পিলারে ব্যবহার করে অত্যন্ত নিম্নমানের কংক্রিট সামগ্রী। গত ২০ এপ্রিল তারিখে সরেজমিনে গিয়ে
স্থানীয় সুত্রে জানা যায় দুদিন আগে ঢালাই দেয়া ভবনের পিলার বাতাসে হেলে পরেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সময় স্থানীয় জনগন কর্তৃক কাজ বন্ধের বাধা উপেক্ষা করেও ঠিকাদারের মিস্ত্রী তার কাজ চালিয়ে যায়। স্থানীয় জনগনের মধ্যে জনৈক মিল্টন বলেন “কাগদি দাখিল মাদ্রাসার ভবন নির্মান কাজে বড় ধরনের চুরি হচ্ছে। মাদ্রাসা ভবন নির্মান কাজের সময় কাগদি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ কামরুজ্জামান কে কখনো সামনে দেখিনি”। স্থানীয়দের আরো অভিযোগ, কাগদি দাখিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির সাধারণ সম্পাদক এবং এই মাদ্রাসার সুপার মাওঃ কামরুজ্জামান এই দুর্নিতিবাজ মাদারিপুরের ঠিকাদার জেসি ও মেহেদীর কাছ থেকে মোটা অংকের অর্থের ঘুষ নিয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বলেন, এ ভবনটি ৪ তলা ফাউন্ডেশন দিয়ে এক তলার কাজ সম্পন্ন করার কথা ছিলো কিন্তু ভবন নির্মান করার কয়েক দিনের মধ্যে একটি সর্ট কলাম ভেঙ্গে পড়েছে। তাই আপাতত কাজ বন্ধ থাকবে। নির্মান সামগ্রীর নমুনা নিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে কেন কলাম ভেঙ্গে পড়েছে। পরীক্ষা নিরীক্ষার পর কাজ শুরু করা হবে। ”।
Check Also
বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম
আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …
Facebook Comments