আজকের শরীয়তপুর ডেস্ক:// শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে যোগদান করেছেন আসমাউল হুসনা লিজা। গত ১ সেপ্টম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি এ পদে নিয়োগ লাভ করেন। গত ২৫ অক্টোবর শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের নিকট যোগদানপত্র জমাদেন।
এরপর তিনি জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় জেলা প্রশাসক মো: পারভেজ হাসান অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) কে জেলা প্রসাশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো: মুসলিম আব্দুল্লাহ ও মাতা: আয়েশা বেগম। আসমাউল হুসনা লিজা ২৯ তম বিসিএস এর মাধ্যমে জনপ্রসাশন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হন। প্রথমে তিনি নারায়গঞ্জ জেলার সহকারী কমিশনার পদে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার পদে সফলতার সঙ্গে তিনটি উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নিজ কর্মদক্ষতা ও সততার গুনে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে পদোন্নতি লাভকরে শরীয়তপুর জেলায় যোগদান করেন । আসমাউল হুসনা লিজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করে ২৯ তম বিসিএস এ অংশগ্রহণ করে সফলতা লাভ করেন । আসমাউল হুসনা লিজা এক পূত্র সন্তানের জননী। সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার পক্ষথেকে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে অভিনন্দন। অভিনন্দন সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি এম গোলাম মোস্তফার ব্যাক্তিগত পক্ষ থেকে।

Facebook Comments