শাহাদাত হোসেন হিরু// শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর গতকাল বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলা কর্মরত কর্মকর্তাদের সাথে প্রথম মতবিনিময় সভা করেছেন (ডিসি) পারভেজ হাসান।
বৃহস্পতিবার সকাল ১১ টার থেকে উপজেলার ভূমি অফিস থেকে শুরু করে সকল ইউনিয়ন পরিষদ ও স্কুল, মাদ্রাসা ও প্রধান মন্ত্রীর শেখ হাসিনার দেয়া অসহায়দের জন্য ঘর পরিদর্শন করেন তিনি। পরে বিকাল ৪ টার দিকে উপজেলা শহীদ আক্কাস ও শহীদ মহিউদ্দিন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সংকর চন্দ্র বৈদ্য সহ উপজেলার কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
Facebook Comments