স্টাফ রিপোর্টারঃ// দৈনিক ভোরের সময় পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি আবদুল বারেক ভূইয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হাবিবুর রহমান খালাসী। ১৬ নভেম্বর সোমবার দুপুর ১২টায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূব বাবুর হাট বাজোরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি আবদুল বারেক ভূইয়া জাজিরা থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
অভিযোগ পত্রের মাধ্যমে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বারেক ভূইয়া ১৬ নভেম্বর সোমবার দুপুর ১২টায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূব বাবুর হাট বাজারে যান। সেখানে গিয়ে দেখেন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হাবিবুর রহমান খালাসী ভোক্তাদেরকে চাল ওজনে কম দিচ্ছেন। সে ব্যাপারে হাবিবুর রহমান খালাসীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক আবদুল বারেক ভূইয়াকে প্রাণ নাশের হুমকি সহ গাল মন্দ করেন। তারই প্রেক্ষিতে সাংবাদিক আবদুল বারেক ভূইয়া জাজিরা থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক আবদুল বারেক ভূইয়া বলেন, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূব বাবুর হাট বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হাবিবুর রহমান খালাসী ভোক্তাদেরকে চাল ওজনে কম দিচ্ছেন এই সংবাদের ভিত্তিতে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি ডিলার হাবিবুর রহমান খালাসী ভোক্তাদেরকে চাল ওজনে কম দিচ্ছেন। এ ব্যাপারে ডিলার হাবিবুর রহমান খালাসীর কাছে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণসহ প্রাণ নাশের হুমকি দেন। আমি এখন শংকিত। তাই জীবনের নিরাপত্তা চেয়ে জাজিরা থানায় অভিযোগ পত্র দাখিল করেছি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল হক বলেন, বারেক সাহেব আমাকে কল দিয়েছিলেন। আমি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অফিস সহকারী মোজাম্মেলকে পাঠিয়েছি।
এ ব্যাপারে জাজিরা থানার সাব ইনিন্সপেক্টর আল আমিন বলেন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হাবিবুর রহমান খালাসীর বিরুদ্ধে সাংবাদিক আবদুল বারেক ভূইয়া একটি অভিযোগ পত্র দাখিল করেছে। ওসি সাহেব ছুটিতে আছেন। ওসি সাহেব আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments