আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ// স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রাণের শ্রমীক সংগঠন জাতীয় শ্রমীক লীগ। বাংলাদেশ জাতীয় শ্রমীক লীগ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে জাতীয় শ্রমীক লীগ শরীয়তপুর জেলা শাখা।
১৯ অক্টোবর সোমবার বিকাল ৫ টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মোঃ খোকন বেপারীর স ালনায় জাতীয় শ্রমীক লীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এম এ ওয়াদুদ সরদার এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় শ্রমীক লীগ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন (অপু) এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, শরীয়তপুর জেলা আওয়ামীগের অন্যতম সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, জাতীয় শ্রমীক লীগ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যা, শ্রমীক নেতা মোঃ আলমগীর হোসেন হাওলাদার সহ- আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন (অপু) এম.পি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শ্রমীকদের অনেক অবদান রয়েছে। তাই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রাণের সংগঠন ছিলো শ্রমীক সংগঠন। শ্রমীকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে জাতির জনকের বিশেষ ভুমিকা ছিলো। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে জাতীয় শ্রমীক সংগঠন কে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয় শ্রমীক লীগকে ঐক্য বদ্ধ হবে।

Facebook Comments