ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সুমাইয়া আক্তার নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরাঞ্চলে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে সখিপুরের চরা ল, চরকুমারিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড, কালাই সরদার কান্দি, স্বামী আল আমিন মোল্লার বসত ঘর থেকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধু সখিপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ড, মঈনুদ্দিন সরকার কান্দি সাবেক মেম্বার আবুল সিকদারের মেয়ে। সুমাইয়া আক্তার ও তার স্বামী আল আমিন মোল্লা পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোনও বটে। পারিবারিকভাবে ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ বছর ধরে তাদের দুজনের মধ্যে বিয়ে হয়। এ পর্যন্ত তাদের সন্তান হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ২৭ সেপ্টেম্বর রবিবার রাতে কোনো একসময় সকলের অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে প্রথমে মৃত সুমাইয়া আক্তারের ননদ সুমি, শ্বশুড় বাড়ি ও আশে-পাশের লোকজন এবং রোমান মোল্লা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ খবর দেয়। সখিপুর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সম্পর্কে মৃত সুমাইয়া আক্তারের পিতা আবুল সিকদার ও তার শ্বশুর ছানাউল্যাহ বলেন, আজ আমরা সবাই শোকাহত, বলার কিছুই নেই। তবুও বলছি, আমাদের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আপনারা দোয়া করবেন যেন ও পরপারে ভালো থাকে। সুমাইয়া আক্তারের স্বামী আল আমিন মোল্লা ঘটনার সময়ে বাড়ি ছিল না। সংবাদ পেয়ে সে বাড়ি আসে। তারপর সকলের মতে ময়না তদন্তের পর মরদেহটি মৃত সুমাইয়া আক্তারের বাপের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজকের শরীয়তপুরকে বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঝুলন্ত লাশটি উদ্ধার করছি। মরদেহটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মৃত সুমাইয়া আক্তারের মরদেহটি ময়না তদন্তের পর তার বাপের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। তাই একটি অপমৃত্যু মামলা করছি।

Facebook Comments

About Sm Sohage

Check Also

‘দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য …

কপি না করার জন্য ধন্যবাদ।