ভেদরগঞ্জে প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার// ভেদরগঞ্জের ১৮নং মহিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা খানমের (লতা) অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। লুৎফা খানমের (লতা) বিরুদ্ধে বিদ্যালয়ের সংস্কার কাজের টাকা আত্মসাৎ, উপবৃত্তির দেয়ার নামে টাকা আদায়, শিক্ষার্থীদের কাছে বই বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তারা এ বিক্ষোভ করেন। এ বিষয়ে প্রধান শিক্ষিকা লুৎফা খানমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত রবিবার (২৬ জুলাই) বেলা ১০টায় ভেদরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল আমিন ও গোলাম মোস্তফা অভিযোগের তদন্তে ওই বিদ্যালয়ে যান। এ সময় উভয় পক্ষের উপস্থিতিতে লুৎফা খানমের অপসারণ দাবিতে বিভিন্ন শ্লোগান ও বিক্ষোভ করতে থাকে এলাকাবাসী। পরে তদন্তকারী ঐ দুই কর্মকর্তা তদন্তের স্বার্থে সবাইকে শান্ত হতে বললে সবাই শান্ত হন। পরে তারা অভিযোগের তদন্ত শুরু করেন। এক এক করে এলাকাবাসীর কাছ থেকে সকল অভিযোগের সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেন। বেলা ২টা পর্যন্ত উভয় পক্ষের স্বাক্ষ্য প্রমাণসহ বক্তব্য শুনে তদন্ত শেষ করে ওই দুই কর্মকর্তা চলে যাওয়ার সময় আবারও এলাকাবাসী প্রধান শিক্ষিকা লুৎফা খানমের অপসারণ দাবিতে বিক্ষোভ করেন। এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষিকা লুৎফা খানমকে ওই বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। গত ২৮ জুন লুৎফা খানমের বিরুদ্ধে ২১ দফা অনিয়ম, দুর্নীতি ও অসাদাচরণের চিত্র তুলে ধরে ২শ’ ৫০ জনের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেদরগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রদান করেন এলাকাবাসী। অভিযোগের মধ্যে রয়েছে লুৎফা খানম বিভিন্ন সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বেয়াদবী ও অশ্লিল ভাষায় অপমান ও লঞ্ছিত করেন তাদের। তার দ্বারা দরিদ্র অভিভাবক ও শিক্ষার্থীরা বৈষম্য ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হন। অধিকাংশ সময় শিক্ষার্থীদের সাথে খারাপ ভাষা ব্যাবহার করেন। শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে তাদের সাথে দুর্ব্যবহার করেন। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। কেউ টাকা দিতে না চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং ম্যানেজিং কমিটির কাছে টাকা পয়সার কোন হিসান দেন না। ওই স্কুলের এক শিক্ষিকাকে শারীরিকভাবে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে মহিসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো. মনিরুজ্জামান বলেন, প্রধান শিক্ষিকা লুৎফা খানমের অত্যাচারে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী অতিষ্ঠ। তিনি এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই ছাত্রছাত্রী, অন্যান্য শিক্ষক ও এলাকাবাসীর সাথে স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন। কেউ এর প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেয়ার হুমকি দেওয়া হয়। আমরা এলাকাবাসী সবাই এক হয়ে তার এই অনিয়ম, স্বেচ্ছাচারীর চিত্র তুলে ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছি। অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আমাদের একটাই দাবি, এই স্বেচ্ছাচারী শিক্ষিকাকে এখান থেকে অপসারণ করতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা লুৎফা খানম (লতা) বলেন, এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এর আগে আরেক সাংবাদিক এসে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ লিখেছে আপনিও যা পারেন লিখেন আমার কোন কিছু যায় আসে না। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল বলেন, স্কুলের গেইট নিয়ে প্রধান শিক্ষিকা লুৎফা খানম (লতা) স্থানীয় মেম্বার মনিরের সাথে খারাপ আচরণ করেন। বিদ্যালয়ের সংস্কার কাজের অনিয়ম সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, জেলার মধ্যে সবচেয়ে সুন্দর স্কুল আমাদেরটা এগুলো মিথ্যা কথা সংস্কার কাজের ব্যাপারে আমি অবগত আছি। ভেদরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল আমিন বলেন, ১৮ নং দক্ষিণ মহিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা খানমের বিরুদ্ধে ২০৫ জনের স্বাক্ষরিত একটি অভযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দিয়েছেন এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নোটিশ করে আজকে আমরা দুইজন কর্মকর্তা সরেজমিন তদন্তে যাই। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে আমরা তদন্ত কাজ শেষ করে চলে আসি। শীঘ্রই মধ্যে তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া বলেন, প্রধান শিক্ষিকা লুৎফা খানমের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলকার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর

ইরিনা ইসলাম শিলা: ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলাকার সার্বিক …

কপি না করার জন্য ধন্যবাদ।