গোসাইরহাট উপজেলায় ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’’ শীর্ষক সেমিনার ও প্রেসব্রিফিংর

আব্দুল বারেক ভূইয়া//আন্তর্জাতিক অভিবাসি দিবস উপলক্ষে গোসাইরহাট উপজেলায় ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’’ শীর্ষক উপজেলা পর্যায়ে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে-নিরাপদ অভিসাবন যেখানে টেকসই উন্নয়ন সেখানে”।

শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, এসডিজি’র লক্ষ্যমাত্রা ১০.৭ ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসনের জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দেশের ৭০ টি টেকনিক্যাল ট্রেণিং সেন্টারের মাধ্যমে দেশে বিদেশে দক্ষ কর্মী বাহিনি গড়ে তোলা হবে। পরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কারিগরি বিষয়টি তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা কৃষি অফিসার কল্যাণ কুমার সরকার, কোদালপুর ইউ’পি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ইদিলপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, সামন্তসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম বেপারী, ইদিলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক মিঞা, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাধারন সম্পাদক খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ (কাওসার), সহ-সভাপতি মনিরুজ্জামান মনা দেওয়ান, যুগ্ম-সাধারন সম্পাদক এস এম নাজমুল হোসেন বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে প্রায় তিন হাজার মানুষের যাতায়াতের একমাত্র উপায় বাঁশের সাঁকো

আব্দুল বারেক ভূইয়াঃ শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার মহিষকান্দি ও উত্তর হাটুরিয়া গ্রামে প্রায় ৩ হাজার মানুষের …

কপি না করার জন্য ধন্যবাদ।