[১]নিম্ন আদালতে আত্মসমর্পন করে আসামিরা জামিন চাইতে পারবেন

ডেস্ক রিপোর্ট//[২] সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত দেন বলে সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়।

[৩] এর আগে গত ৪ জুলাই এ সংক্রান্ত আরো একটি নির্দেশনা দেয় সুপ্রিম কোর্ট। যেখানে কেবল চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সুযোগ দেয়া হয়েছিল। তবে এবারের নির্দেশনায় নিম্ন আদালতের সংশ্লিষ্ট সব কোর্টেই দোয়ার খুললো।

[৪] স্বাস্থ্যবিধি মানতে এজলাস কক্ষে ৬ ফুট দুরুত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। আর জনসমাগম এড়াতে প্রতিদিন সংশ্লিষ্ট বিচারক আদালত ও আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ করবেন।

[৫] নির্দেশনায় বলা হয়েছে, এজলাস কক্ষে নিযুক্ত ছাড়া অন্য আইনজীবী উপস্থিত থাকতে পারবেননা। আর শুনানি শেষ করার পর সংশ্লিষ্টরা এজলাস ত্যাগ করলে আদালত পরবর্তী মামলার শুনানি করবেন।

[৬] এতে আরো বলা হয়, এজলাস কক্ষে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে। এছাড়া এজলাসে প্রবেশের সময় সবার তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৭] করোনার কারনে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শারিরীক উপস্থিতি বাদ দিয়ে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হচ্ছে ১১ মে থেকে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ফকির নজরুল ইসলাম চিশতি: শরীয়তপুরে সম্মিলিত সামাজিক আন্দোলন জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৪ …

কপি না করার জন্য ধন্যবাদ।