খালেদা প্যারোলের আবেদন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, প্যারোলে নয়, আন্দোলন করেই বেগম জিয়াকে মুক্ত করা হবে।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরব বিএনপির নেতাকর্মীরা। যদিও এখন পর্যন্ত জোরালো কোনো আন্দোলন করতে পারেনি দলটি। এমন অবস্থায় আওয়ামী লীগের নেতারা মনে করছেন, আইনী প্রক্রিয়ায় প্যারোলের সুযোগ রয়েছে খালেদা জিয়ার।
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলছেন, প্যারোলে মুক্তির বিষয়টি সরকারের রাজনৈতিক চাল। সরকারের স্বদিচ্ছার অভাবেই বেগম জিয়া কারাবন্দি রয়েছেন।
দলীয় নেত্রীকে মুক্ত করতে বিএনপি রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানালেও আওয়ামী লীগ মনে করে বিএনপির উচিত আইনী প্রক্রিয়াকেই অগ্রাধিকার দেওয়া।
(সংগৃহিত)
Facebook Comments