ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট// শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৬মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের বাড়ি উপজেলার দারুল আমান ইউনিয়নে। আক্রান্ত ৭ জন ব্যক্তির প্রত্যেকেই ঢাকা থেকে আগত। তাদের শরীরে করোনার লক্ষণ না দেখা দিলেও তারা ঢাকা থেকে এসেছে এ পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
ডা. শেখ মোহাম্মদ মোস্তফা জানান, আমান ইউনিয়নের সাতটি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে ডামুড্যায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।
Facebook Comments