জাকারবার্গের নিরাপত্তায় খরচ ২ কোটি বেতন নেন মাত্র এক ডলার

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত তিন বছর ধরে ফেসবুকের কাছ থেকে বেতন নিচ্ছেন মাত্র এক ডলার করে। তবে জাকারবার্গ ও তার পরিবারকে নিরাপত্তা দিতেই ২০১৮ সাকে খরচ হয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার।

বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, গত তিন বছর ধরে জাকারবার্গ বেতন হিসেবে নিচ্ছেন এক ডলার। তার অন্যান্য খরচের খাতে রয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। এর বেশির ভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় খরচ হয়। তার ও পরিবারের শুধু নিরাপত্তা খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৯০ লাখ ডলার। ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি পেয়ে থাকেন ২৬ লাখ ডলার।

অন্যদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে ঘরে তুলেছেন দুই কোটি ৩৭ লাখ ডলার। আগের বছর তার এই অংক ছিল দুই কোটি ৫২ লাখ ডলার।

Facebook Comments

About Sm Sohage

Check Also

আমাদের শেখ মিলি ও তার পরিবারের জন্য দোয়ার আয়োজন

ইরিনা ইসলাম শিলা: সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর …

কপি না করার জন্য ধন্যবাদ।